Kitchen

কিচেন ক্যাবিনেট এ HPL এর ব্যবহার কেন করবেন এবং এর ব্যবহার এর সুবিধা কি।

আধুনিক যুগে পরিবর্তন এসেছে প্রতিটি যায়গায়, সেখানে আমাদের নিজেদের সাথের যায়গা গুলো কেন আধুনিকতার ছোয়া পাবে না। একজন গৃহিণীর কাছে তার পছন্দের যায়গা হছে রান্নাঘর।তাই রান্নাঘর হতে হবে গোছানো এবং আকর্ষণীয়। রান্নাঘর পরিপাটি রাখার জন্য কিচেন ক্যাবিনেট কোন বিকল্প নাই। ফাংশনাল কিচেন ক্যাবিনেট সবার এ কাম্য। সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ একন মডুলার কিচেন এর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। মডুলার কিচেন কে স্মার্ট কিচেন ও বলা হয় কারন এই ধরনের কিচেন ডিজাইন এমনভাবে করা হয় যেন প্রতিটি স্পেসকে কাজে লাগিয়ে ফাংশনাল ওয়েতে ক্যাবিনেট গুলো প্রস্তুত করা হয় এবং হিউজ স্টোরেজ ক্যাপাসিটি থাকে যেন কিচেন স্টাফ গুলো একি সাথে গুছিয়ে রাখা যায়। আমাদের দেশে বেশ কিছু ইন্টেরিওয় ফার্ম এবং আর্কিটেক্ট ফার্ম আছে যারা মডুলার কিচেন গুলো নকডাউন সিস্টেম এ করে থাকে এতে বাহির থেকে কোন স্ক্রু দেখা যায় না এবং প্রীতিটি পার্ট বাই পার্ট ইন্সটল করা যায়।

Our Social Media: DesignAge

ইউরোপিয়ান প্যাটার্ন এর ওপেন কিচেন এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। ছোট স্পেস এর ওপেন কিচেন করলে কিচেন্টা অনেক বড় লাগে। প্রয়োজন এবং চাহিদা উপর ভিত্তি করে ড্রাই এবং ওয়েট কিচেনও করে থাকে। জীবন যাত্রার মান উন্নয়নে কাজগুলো সহজ করার পাশাপাশি স্মার্ট কিচেন গুলো অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। অন্যান্ন সিবিধাসহ কিনিং ও অনেক সহজ যেঁমনঃ যেকোন ধরনের ডিটারজেন্ট, এল্কোহল, থিনার, স্প্রিট ইত্য্যাদি দিয়ে সহজেই পরিষ্কার করে নেয়া যায়।  

কিচেন ক্যবিনেট তৈরি করতে বিভিন্ন ধরনের ম্যটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, যেমন-গর্জনপ্লাই, মেরিন প্লাই, পিভিসি বোর্ড, বার্মাটিক বোর্ড, সেগুন কাঠ ইত্যাদি। তবে বর্তমান গর্জন প্লাই এবং মেরিন প্লাইয়ের চাহিদা তুলনামূলক ভাবে বেশি কারন বোর্ডগুলো ওয়াটার প্রুফ এবং দীর্ঘস্থায়ী।

কিচেন ক্যবিনেট এর জন্য HPL হচ্ছে বর্তমান সব থেকে ট্রেন্ডি এবং জনপ্রিয় একটি মাটেরিয়াল। মিরর ফিনিশ এর মধ্যে এক্রেলিক ও বেশ জনপ্রিয়ো। বিভিন্ন ধরনের রঙ এবং টেক্সচার এর HPL পাওয়া যায় বাজারে। এগুলোর মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে যেমনঃ গ্লোসি, ম্যাট, সুইট-ফিনিশ ইত্যাদি। গর্জন, মেরিন, এমডীএফ, পারটিকেল মূলত এই ধরনের বোর্ডএর উপর HPL পেস্টিং করতে হয় যার ফলে দীর্ঘদিন ধুলাবালি বা আর্দ্রতা থেকে সংরক্ষিত থাকে।

যেহেতু রান্নাঘর পরিস্কার রাখার বিষয়টা বেশি জরুরি তাই HPL ব্যবহার করা শ্রেয় এটা স্ক্রেচ ফ্রি ওয়াটার রেসিস্টেন্স, হিট রেসিস্টেন্স হয়ে থাকে। ডিজাইনে ভিন্নতা আনার জন্য টপ এবং বোটমে দুটি কালার HPL ব্যবহার করা যেতে পারে। বোর্ডর পাশাপাশি ক্লিয়ার গ্লাস বা ফ্রোস্টেড গ্লাস ব্যবহার করেও ক্যাবিনেট করা যায় স্পট লাইট, স্ট্রিপ লাইট সেট করে কিচেনটাকে আরো প্রানবন্ত করে তোলা যায়।

বাজারে এখন অনেক HPL এর কালেকশন আছে এবং বিভিন্ন ধরনের এজিং আছে বোর্ডের কর্নার সিলিং করার জন্য যেমনঃ পিভীসি ইজিং বা এলুমিনিয়াম প্রোফাইল এজিং। এখানে কিচেন এওর জন এলুমিনিয়াম প্রোফাইল এজিং টাই বেশি ব্যবহার হয়। 

অরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিচেন টপার জন্য মেটেরিয়াল নির্বাচন করা। অনেক টপ এ মার্বেল, গ্রানাইট, বা আর্টিফিশিয়াল স্টোন ব্যবহার করে থাকে। এগুলোর মধ্যে আর্টিফিশিয়াল স্টোন টা বেশি কার্যকর হিসেবে পরিচিত পেয়েছে সবার কাছে কারন এটি দাগ পরেনা, ক্ষয় হয়না, রঙ নষ্ট হয়না, তরল কোন কিছু শোষন করে না এবং দীর্ঘস্থায়ী  হয় অনেক বেশি।

2 thoughts on “কিচেন ক্যাবিনেট এ HPL এর ব্যবহার কেন করবেন এবং এর ব্যবহার এর সুবিধা কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.