Interior, Interior Design

ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করার সঠিক সময়।

প্রতিনিয়ত আমাদের কাছে যে queries গুলো আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি query হল কখন আমরা ইন্টেরিউর ফার্ম এর সাথে কন্সাল্ট করব? বিশেষ করে নতুন ফ্লাট এর ইন্টেরিউর ডিজাইন করতে চাইলে কোন পর্যায়ে ইন্টেরিউর ফার্ম সাথে কন্সাল্ট করা হলে মনের মত অউটপুট পাওয়া সম্ভব।

From past exprience of our expert designers, we can say most of the project যেখানে ডিজাইনারদের প্রাথমিক পর্যায়ে এ কন্সাল্ট করা হয়েছে সেখানে শুধু মাত্র যে ক্লাইন্টদের কস্ট সেভিং হয়েছে তা না বরং তাদের মনের মত ইন্টেরিউর ডিজাইন বাস্তবায়ন হয়েছে কোন রকম disappointment ছাড়া।

Getty Image

From past exprience of our expert designers, we can say most of the project যেখানে ডিজাইনারদের প্রাথমিক পর্যায়ে এ কন্সাল্ট করা হয়েছে সেখানে শুধু মাত্র যে ক্লাইন্টদের কস্ট সেভিং হয়েছে তা না বরং তাদের মনের মত ইন্টেরিউর ডিজাইন বাস্তবায়ন হয়েছে কোন রকম disappointment ছাড়া।

so in short we prefer আপনার ফ্লাট এর ব্রিক ওয়াল উঠার সাথে সাথে ইন্টেরিউর ডিজাইনারদের সাথে কন্সাল্ট করলে বেস্ট আউটপুট পাওয়া সম্ভব. প্রথম পর্যায়ে এ যোগাযোগ করা হলে কী কী সুবিধা পাওয়া যাবে? অন্যথায় কী কী সমস্যা হয় চলুন যেনে নেই। 

ব্রিক ওয়াল তৈরির সাথে সাথে অনেক সময় আর্কিটেক্টরা কিচেন এ স্লাব তৈরি করে দেয় কিন্তু সে ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে কিচেন এ স্লাব করে দেওয়া হলে বোটম ক্যাবিনেট এর স্পেস টা অনেক কমে আসবে। স্পেস কম থাকার কারনে কিচেন এক্সেসরিজ গুলোর সঠিক ব্যবহার করা যায় না এবং কিচেন স্লেব দেয়া থাকলে ফুল হাইট ক্যাবিনেট করা সম্ভব না, বিল্ট ইন ওভেন ডিশ ওয়াশার এর স্পেস তৈরি করা সম্ভব না বা আমরা যদি কিচেন এর এক পাশে ভার্টিকাল পুল আউট ইন্সটল করতে চাইলে সম্ভব হবে না কিন্তু কিচেন এ স্লাব এর পরিবর্তন আর্টিফিশিয়াল স্টোন ব্যবহার করা হলে বোটম ক্যবিনেট এ 850mm হাইট দেয়া যায় সেটা কিচেন এ আরামদায়ক হয়, বাংলাদেশ এর মান অনুযায়ী একজন মানুষের দাড়িয়ে কাজ করতে আরামদায়ক হয়। কিন্তু স্লাব সাধারণত 5inch থিক হয়ে থাকে সেটাতে আর্টিফিশিয়াল স্টোন বসালে হাইট টা বেশি হয়ে যায় তাই আরামদায়ক হাইট টি পাওয়া সম্ভব হয় না। তাই অনেক সময় স্লাব ভেঙ্গে ফেলতে হয়।

Getty Image

আরেকটা জিনিস হচ্ছে ব্রিক ওয়াল উঠার সাথে সাথে ডিজাইনারদের সাথে কন্সাল্ট করা হলে ক্লোজেট, সিলিং, ক্যবিনেট, ডিনার ওয়াগন, ড্রেসিং ইউনিট এর ইলেকট্রিক লাইট এর পয়েন্ট গুলো কোথায় হবে আগে থেকে ঠিক করা যায়। যাতে করে ক্লাইন্ট এর ইলেকট্রিক লাইট এর পয়েন্ট গুলো কোথায় হবে আগে থেকে ঠিক করা যায়। যাতে করে ক্লাইন্ট এর মন মত এবং পর্যাপ্ত লাইটিং সেটআপ করা যায়, কোন রকম ওয়াল ভাংচুর ছাড়া। কারন অনেক সময় দেখা যায় আপনি বাসার একটি ওয়ালএ ক্লোজেট করতে চাচ্ছেন বা ডিনার ওয়াগন করতে চাচ্ছেন কিন্তু ওয়ালএ কোন ইলেক্ট্রিক পয়েন্ট করার জন্য তাই প্রথম পর্যায়ে কন্সাল্ট করলে এ দুর্ভগ পোহাতে হয় না।
আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দরজার এলাইনমেন্ট প্রথম পর্যায়ে ডিজাইনার দের সাথে কন্সাল্ট করা হলে আপনার বাসার দরজার এলাইনমেন্টটা কোন পাশে হলে রুমটি সঠিক ভাবে ব্যবহার করা যায় এবিষয়ে সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় বা দরজার এলাইনমেন্টটি যদি ঠিক জায়গায় না থাকে এটিকে সংশোধন করার সুযোগ থাকে। এ ব্যপারে গুলো মাথায় রেখে প্রথম পর্যায়ে কন্সাল্ট করলে আপনার বাসার ইন্টেরিওর ডিজাইন মনের মত বাস্তবায়ন সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.